যশোরের শার্শার আওয়ামী লীগ ও যুবলীগের সাতজন নেতাকে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। সোমবার (৫ মে) সকালে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঝিকারগাছা থানার ভারপ্রিাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।
এর আগে রবিবার (৪ মে) রাত ১০ টার দিকে উপজেলার পারবাজার এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- যশোরের শার্শা উপজেলার তিন নম্বর বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান (৬৫), একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি বেনাপোল পোর্ট থানার নটাদিঘা গ্রামের মুকুল হোসেন (৪৪), শার্শা উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য চটকাপোতা গ্রামের সাহেব আলী (৫৫) একই উপজেলা যুবলীগের সদস্য পান্তাপাড়া গ্রামের মহিউদ্দিন আলম তোতা মেম্বার (৪০), শার্শা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি গাতিপাড়া গ্রামের আব্দুল খালেক মেম্বার (৫৪) শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শার্শার কাজী আক্তারুজ্জামান মাখন (৫৪), শার্শা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ -সভাপতি শার্শা মধ্যপাড়া গ্রামের হায়দার আলী (৩৭)।
পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদে তারা জানতে পারেন আওয়ামী লীগ ও যুবলীগের সাতজন নেতা ঝিকরগাছা পারবাজার এলাকার একটি ভাড়া বাড়ি থেকে নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এছাড়া গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
ওসি বাবলুর রহমান খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাঁদেরকে যশোর আদালতে পাঠানো হবে।
রাজনীতি /
গাজীপুরে বিশেষ আলোচনা সভা বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)রাজনীতি /
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: আমীর খসরুরাজনীতি /
ফটিকছড়ির ভবিষ্যৎ নেতৃত্বে আলেমদের ঐক্য, জামায়াতকে ইসলামী দল নয় বলে ঘোষণা হেফাজতের আমীর বাবুনগরীর “দুর্নীতি-দলবাজি রুখতে সৎ আলেম জনপ্রতিনিধির বিকল্প নেই” – ওলামা মাশায়েখ নেতৃবৃন্দরাজনীতি /
ফটিকছড়িতে হেফাজত আমীরের সঙ্গে বিএনপির শীর্ষ দুই নেতার সৌজন্য সাক্ষাৎরাজনীতি /
সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ গণ্যমান্যদের উপস্থিতিতে মানবাধিকার কমিশনের মতবিনিময় সভারাজনীতি /
পিআর পদ্ধতি : আশঙ্কা, বাস্তবতা ও ইসলামী রাজনীতির সম্ভাবনা