হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুযোগ-সুবিধা:

১. ফ্রি মেসেজিং – ইন্টারনেট কানেকশন ব্যবহার করে ফ্রিতে টেক্সট মেসেজ পাঠানো যায়।
২. ভয়েস ও ভিডিও কল – ফ্রিতে ভয়েস ও ভিডিও কল করার সুবিধা আছে।
৩. গ্রুপ চ্যাট – বন্ধুবান্ধব, পরিবার বা অফিসের জন্য গ্রুপ তৈরি করে একসঙ্গে চ্যাট করা যায়।
4. স্ট্যাটাস শেয়ারিং – ছবি, ভিডিও বা টেক্সট আকারে ২৪ ঘণ্টার জন্য স্ট্যাটাস শেয়ার করা যায়।
৫. ডকুমেন্ট শেয়ারিং – পিডিএফ, ওয়ার্ড, এক্সেল, ইমেজসহ বিভিন্ন ফাইল সহজেই পাঠানো যায়।
৬. এন্ড-টু-এন্ড এনক্রিপশন – ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে শক্তিশালী এনক্রিপশন সুবিধা আছে।
৭. লোকেশন শেয়ারিং – লাইভ বা নির্দিষ্ট অবস্থান শেয়ার করা যায়।
৮. ভয়েস মেসেজ – যেকোনো সময় ভয়েস রেকর্ড করে পাঠানো যায়।
৯. ব্যবসায়িক সুবিধা (WhatsApp Business) – ব্যবসায়ীরা তাদের প্রোডাক্ট ও সার্ভিস প্রচার করতে পারে।
১০. মাল্টি-ডিভাইস সাপোর্ট – একাধিক ডিভাইসে একই অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।
এই সব সুবিধার কারণে হোয়াটসঅ্যাপ বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ।
What's Your Reaction?






