বেনাপোলে ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

Feb 28, 2025 - 13:40
Mar 4, 2025 - 16:40
 0  6
বেনাপোলে ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধনিায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী চোরাই পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ধান্যখোলা, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক্স, শাড়ি, থ্রি-পিস, কম্বল, কিসমিস, বিস্কুট এবং বিভিন্ন প্রকার চকলেট জব্দ করা হয়েছে।
জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১১ লাখ ৯৫ হাজার টাকা। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।
মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ চোরাকারবারীদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে। 
তিনি আরও জানান, চোরাকারবারীরা ভারত থেকে বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এসব চোরাই পণ্য বাংলাদেশে আনছে। এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং পাশাপাশি দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রেরক:মহসিন আলী। বেনাপোল প্রতিনিধি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow