Dark Mode
Tuesday, 17 September 2024
Logo
শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

এবি সিদ্দিক : আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের ফুলের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন তিন বাহিনীর একটি দল। এসময় আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রমূখ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার আলবদর ও আল শামসরা মিলে বাংলাদেশের বাছাইকৃত বুদ্ধিজীবীদের তালিকা করে হত্যা করে। পাকিস্তানিরা যখন বুঝতে পারলো বাঙালিদের পরাজিত করা সম্ভব নয়, ঠিক তখনি পরিকল্পনা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবীদের হত্যা করে। তার ২ দিন পরে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তান বাহিনী। ১৪ ডিসেম্বরকে প্রতিবছর বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।



Comment / Reply From

You May Also Like