Dark Mode
Thursday, 19 September 2024
Logo
বেনাপোল বন্দরে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল বন্দরে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু-
দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে
দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ দু-দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী
চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের
সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
তিনি জানান, ঈদে মিলাদুন্নবী ও ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সোম-মঙ্গলবার সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর
দিয়ে দু-দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায়
এ বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল আর্ন্তজাতিক চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, ছুটির কারণে বেনাপোল
বন্দরে দু-দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল অন্যান্য দিনের মতোই
স্বাভাবিক থাকবে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ভারতে বিশ্বকর্মা পূজা
উপলক্ষে সরকারি ছুটি থাকায় সোমবার-মঙ্গলবার বেনাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু-
দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য লোড
আনলোডসহ সকল ধরনের বাণিজ্যিক কার্যক্রম চলবে। আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে
দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম চালু হবে।



Comment / Reply From

You May Also Like