Dark Mode
Tuesday, 17 September 2024
Logo
যশোরের শার্শায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

যশোরের শার্শায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় সাপের কামড়ে ফোরকানুল ইসলাম (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত ফোরকানুল ইসলাম উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে
চৌগাছা উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসা পড়াশোনা করতো। নিহতের চাচাতো ভাই সোহাগ হোসেন জানান,ফোরকান বৃহস্পতিবার বিকালে উপজেলার কাশিপুর বেলতায় ফুফু বাড়িতে বেড়াতে যায়।শুক্রবার বেলা ১১টার দিকে তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে গ্রামের কবিরাজ দেখানোর পর তার অবস্থার অবনতি হলে ওইদিন রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে কি সাপে কামড় দিয়েছে তা বলতে
পারেননি স্বজনরা। জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মো. শাকিরুল ইসলাম বলেন, ফোরকানের হাতের আঙ্গুলে সাপের কামড়ের ক্ষত ছিলো। দেরিতে হাসপাতালে নিয়ে আসায় শরীরে বিষ ছড়িয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালে এন্টিভেনমের পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে কাউকে সাপে কাটলে ৯০ মিনিটের মধ্যে নিকটস্থ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি। এতে জীবন রক্ষার সুযোগ থাকে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান মাদ্রাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

 



Comment / Reply From

You May Also Like