Dark Mode
Tuesday, 17 September 2024
Logo
ভারতে পালানোর সময় যশোর জেলা ছাত্রলীগ নেতা পল্লব বেনাপোলে আটক

ভারতে পালানোর সময় যশোর জেলা ছাত্রলীগ নেতা পল্লব বেনাপোলে আটক

বেনাপোল প্রতিনিধি
ভারতে পালিয়ে যাওয়ার সময় তানজীব নওশাদ পল্লব (৩৫) নামে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে
বেনাপোল চেকপোস্ট থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক
করা হয়। তিনি যশোরের সদর থানার পুরাতন কসবা এলাকার সাইফুজ্জামানের ছেলে। তিনি যশোর জেলা ছাত্রলীগের
সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।
বিজিবি জানায়, বেনাপোল সীমান্ত দিয়ে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভারতে পালিয়ে যাবে। এমন গোপন
সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ইমিগ্রেশনে গোপন অবস্থানে থাকে। ওই ছাত্রলীগ নেতা
পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে তাকে আট করা হয়। পরে সেখান থেকে তাকে আইসিপি ক্যাম্পে নিয়ে
জিজ্ঞাসাবাদ করলে তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর
আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বিজিবি আরো জানায়, বেনাপোল সীমান্ত দিয়ে কোন অপরাধী বা আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও তাদের
দলীয় নেতাকর্মীরা অবৈধভাবে যাতে ভারতে প্রবেশ করতে না পারে সে জন্য যশোরের শার্শা ও বেনাপোলের
বিভিন্ন সীমান্ত এলাকায় সতর্কতা জারি করেছে যশোর ৪৯ ও খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের
গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃদ্ধি করা হয়েছে বিজিবির নজরদারি ও লোকবল। বন্দর এলাকাসহ সর্বত্র নজরদারির মধ্যে রয়েছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, বেনাপোল
চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যে সমস্ত পাসপোর্ট যাত্রীরা ভারতে যাচ্ছে তাদেরকে গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে
দায়িত্বরত অফিসারাও জিজ্ঞাসাবাদ করছেন। বিগত আওয়ামীলীগ সরকারের কোন এমপি-মন্ত্রী এবং তাদের দলীয় নেতা
কর্মীরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বেনাপোলের বিভিন্ন সীমান্তে
কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত পাড়ি দিয়ে যাতে কোন অপরাধী অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না
পারে সে জন্য কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।এছাড়া সীমান্তের প্রতিটি বিওপি পোস্টে অতিরিক্ত বিজিবি
মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।



Comment / Reply From

You May Also Like