শার্শায় এক কোটি ৫৭ লাখ টাকার রুপার অলংকার জব্দ, আটক ২

শার্শায় এক কোটি ৫৭ লাখ টাকার রুপার অলংকার জব্দ, আটক ২

Feb 28, 2025 - 13:44
 0  6
শার্শায় এক কোটি ৫৭ লাখ টাকার রুপার অলংকার জব্দ, আটক ২

বেনাপোল প্রতিনিধি 
যশোরের শার্শার নাভারণে অভিযান চালিয়ে এক কোটি ৫৭ লাখ টাকার রুপার অলংকার জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলদেশ) বিজিবি। এসময় দুইজন চোরাকারবারীকে আটক করা হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার সময় নাভারণ সাতক্ষীরা মোড় থেকে এসব রুপার অলংকারসহ তাদের আটক করা হয়।  
আটক দুইজন হলেন- উপজেলার বাগআঁচড়ার বাগড়ী গ্রামের মৃত কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর কবির লিটু (৪৮) একই গ্রামের জাহাঙ্গীর কবির লিটনের ছেলে মেহেদী হাসান (২৫)। 
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন- ভারত থেকে পাচার করে নিয়ে আসা রুপার বড় একটি চালান নিয়ে দুই চোরাকারবারী সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে হামদাদ পরিবহণের একটি বাসে রওনা দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থান করে। এসময় ওই বাসটি নাভারণ সাতক্ষীরা মোড়ে আসলে তল্লাশী করে ছোট বড় ৭১ টি প্যাকেট থেকে বিভিন্ন প্রকার ভারতীয় রুপার অলংকার জব্দ করা হয়। এসময় জাহাঙ্গীর কবির লিটু ও মেহেদী হাসান নামের দুইজন চোরাকারবারীকে আটক করা হয়।
জব্দকৃত রুপার অলংকারের ওজন ৭০ কেজি ৫০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৫৭ লাখ টাকা বলে জানায় বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক দুইজন চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে এবং জব্দকৃত রুপার অলংকারগুলো যশোর ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে।
প্রেরক: মহসিন আলী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow