Dark Mode
Tuesday, 22 October 2024
Logo
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন ওবায়দুল হাসান

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন ওবায়দুল হাসান

বিশেষ প্রতিনিধি : দেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ওমরাহ হজের পালনের জন্য দেশের বাহিরে থাকবেন। প্রধান বিচারপতি দেশে না ফেরা পর্যন্ত অর্থাৎ পূণরায় স্বপদে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন ওবায়দুল হাসান।

১১ সেপ্টেম্বর আইন,বিচার ও সংসদ বিষয়ক সচিব মোঃ গোলাম সারওয়ার রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপন জারি করেন।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস ও এমএসএস ডিগ্রি অর্জন করে এলএলবি করেন। ১৯৮৬ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে যোগদানের পর পর্যায়ক্রমে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের আইনজীবী হিসেবে ও ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন। হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০১১ সালে।



Comment / Reply From

You May Also Like