Dark Mode
Sunday, 08 September 2024
Logo
বেনাপোল সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণেরবার জব্দ, আটক ১

বেনাপোল সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণেরবার জব্দ, আটক ১

বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের পুটখালী সীমান্তের বারোপোতা বাজারের তিন রাস্তার মোড় থেকে ভারতে পাচারের সময় ১৮ টি
স্বর্ণের বারসহ লিমন হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বুধবার (১০ জুলাই) ভোর রাতে এ স্বর্ণের চালানসহ তাকে আটক করা হয়। আটক লিমন হোসেন বেনাপোল পোর্ট
থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।
বিজিবি জানায়, ভোর রাতে গোপন সংবাদে জানতে পারেন স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন
সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের একটি দল বারোপোতা বাজারে গোপনে অবস্থান করেন।
এসময় এক যুবক মোটরসাইকেল যোগে সীমান্তে দিকে আসলে বিজিবি তার মোটরসাইকেল গতিরোধ করে। পরে
তার দেহ তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায় এবং মোটরসাইকেলটি জব্দ করে।
জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি ১৫ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) জানান, আটক পাচারকারীর
বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এবং স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা
দেওয়া হবে বলে তিনি জানান।



Comment / Reply From

You May Also Like