Dark Mode
Sunday, 08 September 2024
Logo
কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোঃ রিয়াজুল সোহাগ,জেলা প্রতিনিধি নোয়াখালীঃ

‘কোটা বৈষম্য নিপাত যাক, চাকুরিতে মেধাবীরা সুযোগ পাক’ এ প্রতিপাদ্যে এবং ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে নোয়াখালীতে কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) নোয়াখালী প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারী। এসময় তারা বিভিন্ন প্রতিবাদ সম্বলিত পেস্টুন ও কোটা বিরোধী স্লোগান দিতে থাকে।

মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আন্দোলনকারীরা জানান, প্রতিবন্ধী, অনগ্রসর জাতিসত্তাসহ বঞ্চিত শ্রেণির জন্য যৌক্তিক কোটা নিশ্চিত করা এবং বৈষম্যমূলক মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হোক। তাদের দাবি মেনে না নিলে সারাদেশের ন্যায় আজ থেকে নোয়াখালীতে তাদের আন্দোলন চালিয়ে যাওয়া হবে।



Comment / Reply From

You May Also Like