Dark Mode
Sunday, 08 September 2024
Logo
কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতে গেলেন

কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতে গেলেন

বেনাপোল প্রতিনিধি
কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতে গেছেন। আজ শনিবার সকালে বেনাপোল নোম্যান্সল্যান্ড থেকে বিজিবির অফিসারদের বিএসএফ অফিসাররা ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। আগামী ২২-২৫ জুন পর্যন্ত বিজিবির রিজিয়ন কমান্ডার (দক্ষিণ পশ্চিম
ও উত্তর পশ্চিম রিজিয়ন) ও আইজি বিএসএফ (সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গোহাটী ফ্রন্টিয়ার) এর মধ্যে কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সীমান্ত সম্মেলনে বিজিবি ও বিএসএফ’র ১৯ সদস্যের প্রতিনিধি দল যোগ দিচ্ছেন। ৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, বাংলাদেশের প্রতিদিন দলে আছেন, ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এসজিপি, এসপিপি পিবিজিএম, অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, যশোর,
ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, রংপুর,কর্নেল মোঃ ইমরান ইবনে রউফ,
উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, রাজশাহী,কর্নেল এমারাত হোসেন, পিবিজিএম, উপ-মহাপরিচাক, সেক্টর কমান্ডার, কুষ্টিয়া। লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল, বিজিবিএমএস, জি(+)পরিচালক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা, এএফডবিøউসি, পিএসসি, জি(+), পরিচালক (পরিকল্পনা) সদর দপ্তর,লেঃ কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাহযাহার, পিবিজিএম, পরিচালক (অপারেশন) যশোর রিজিয়ন, লেঃ কর্নেল মোঃ ফারুক হোসেন খান, পিএসসি, পরিচালক (নোডাল অফিসার) রংপুর রিজিয়ন, লেঃ কর্নেল

মোঃ তানজীর আহম্মদ, পরিচালক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০
বিজিবি)।
হাসিবুল হাসান, সিনিয়র সহকারী সচিব, জননিরাপত্তা বিভাগ।
তুষিতা চাকমা, কাউন্সিলর (রাজনৈতিক) বাংলাদেশ ডেপুটি হাই
কমিশনার, কলকাতা, উক্ত প্রতিনিধি দল সম্মেলন শেষে ২৫ জুন
বাংলাদেশে প্রত্যাগমন করবেন।



Comment / Reply From

You May Also Like