সভাপতি মীর আহমদ, সাধারণ সম্পাদক আবু মুছা নির্বাচিত,
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী দাঁতমারা রাবার বাগান ওয়াকার্স অ্যান্ড এমপ্লয়ীজ ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৫ জুলাই (বৃহস্পতিবার) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মীর আহমদ এবং সাধারণ সম্পাদক পদে আবু মুছা নির্বাচিত হন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ছে বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট স্থানীয় সমাজকর্মী নাসির উদ্দীন বিপ্লব।
নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক তাঁদের বক্তব্যে শ্রমিকদের অধিকার ও কল্যাণ রক্ষায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচন অনুষ্ঠানে ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, রাবার বাগানের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।