মোঃ রাসেল, ভূজপুর প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নে নিখোঁজের ১৮ দিন পর আবু তাহের (৬০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) দুপুরে ইউনিয়নের রাজারটিলা এলাকার সুন্দর শাহ এর সিলা নামক পাহাড়ি স্থানে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত আবু তাহের উপজেলার ২ নম্বর ওয়ার্ডের বর্তারখীল–হাপানিয়া গ্রামের মৃত হাঁচি মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। প্রায় তিন সপ্তাহ আগে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে খুঁজে পেতে পোস্টও দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল হালিম বলেন, “বেলা ২টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানাই। পরে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।” নিহত আবু তাহেরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি ছিলেন তিন ছেলে ও দুই মেয়ের জনক। তাঁর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া এবং পরে লাশ উদ্ধার হওয়ার ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে ভূজপুর থানার ওসি (তদন্ত) মো. নুরুল আলম সাংবাদিকদের জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।” পুলিশ প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখলেও, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।