বাংলাদেশ সংস্কারবাদী পাটিকে দেয়া বাংলাদেশ নির্বাচন কমিশনার চিটি নিয়ে প্রতারক দল । তারা সিসিটিভিতে ধরা পড়ল । নির্বাচন কমিশনার দেয়া একটি চিটি বাংলাদেশ সংস্কারবাদী পাটির অফিস বরাবর প্রেরন করা হয়, সেখানে উৎপেতে থাকা কিছু প্রতারক ( উৎশৃন্খল দলের দায়িত্ব শীল যাকে দল থেকে বহিস্কার করা হয়েছে ) ডাক পিয়নকে দলেন পরিচয় দিয়ে চিটিটি হাতিয়ে নেন । পরে বিআরপি বাংলাদেশ নির্বাচন কমিশনে জানালে তারা সিসিটিভি ফুটেজ চেক করে বিষয়টি নিশ্চিত হন । কমিশন আস্তস্থ করেন তাদের কে আইনের আওতায় আনা হবে । পুনরায় কমিশন চিটিটি প্রদান করেন ।