চট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল রূপ নেয় সহিংস সংঘর্ষে। উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের ওপর গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের সরাসরি হামলার ঘটনায় কেন্দ্রীয় বিএনপি দ্রুত পদক্ষেপ নেয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বিএনপি এক ঘোষণায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে। একই সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করা হয়েছে।
এছাড়া সংঘর্ষে মদদদান, উসকানি এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে পাঁচ নেতাকে।
এই সিদ্ধান্তের পর উত্তর জেলা বিএনপিতে একপ্রকার শূন্যতা ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে অন্যদিকে শুরু হয়েছে নতুন নেতৃত্ব গঠনের হিসাব-নিকাশ।
কে হচ্ছেন নতুন আহ্বায়ক?
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কে হবেন—এ নিয়ে দলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর আলোচনা। আলোচনায় ঘুরে-ফিরে আসছে তিন নাম:
প্রবীণ নেতা এসএম ফজলুল হক, সাবেক সভাপতি ও দলের যুগ্ম-মহাসচিব লায়ন আসলাম চৌধুরী, সদ্যসাবেক যুগ্ম আহ্বায়ক, শিল্পপতি আলহাজ্ব সরওয়ার আলমগীর
তিনজনেরই রয়েছে উত্তর চট্টগ্রামের রাজনীতিতে গ্রহণযোগ্যতা। বিশেষ করে আন্দোলন-সংগ্রামে সরব উপস্থিতি ও সংগঠনের প্রতি নিবেদিত ভূমিকার কারণে সরওয়ার আলমগীরকে তৃণমূল নেতাকর্মীদের বড় একটি অংশ সমর্থন করছেন।
অনেকে মনে করছেন, আসলাম চৌধুরীকে আহ্বায়ক ও সরওয়ার আলমগীরকে সদস্য সচিব করা হলে তা হবে চট্টগ্রাম বিএনপির জন্য একটি কার্যকর ও সাহসী পদক্ষেপ। এতে দল আবার গুছিয়ে উঠে নতুন শক্তি নিয়ে এগোতে পারবে।
তৃণমূলে প্রত্যাশা:
তৃণমূল নেতাকর্মীরা একজন সৎ, পরিশ্রমী, কর্মীবান্ধব ও বলিষ্ঠ নেতৃত্ব চান- যিনি গোষ্ঠীগত কোন্দল নিরসন করে রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন, ত্যাগীদের মূল্যায়ন করবেন, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ও দলে অনুপ্রবেশকারীদের কঠোরভাবে প্রতিহত করবেন, হারিয়ে যাওয়া জনসমর্থন পুনরুদ্ধারে নিবেদিতভাবে কাজ করবেন, তৃণমূলের বহু নেতাকর্মী বলছেন— "উত্তর জেলা কি তাহলে অনিয়ন্ত্রিতই থেকে যাবে?" এই দীর্ঘদিনের প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে দলের হাইকমান্ড, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্তের ওপর।
সকলের দৃষ্টি এখন বিএনপির কেন্দ্রের দিকে—একটি সাহসী, সুপরিকল্পিত ও সংগঠিত সিদ্ধান্ত কি এবার উত্তর চট্টগ্রামে দলকে নতুন প্রাণ দেবে?