Dark Mode
Monday, 20 May 2024
Logo
মোবাইল কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

মোবাইল কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি
মোবাইল ফোন কিনে না দেয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নিশিতা ইসলাম (১৩) নামের এক স্কুলছাত্রী  আত্মহত্যা করেছে। সে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় এ ঘটনা ঘটে। সোমবার (২৯ এপ্রিল) বিকালে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত  নিশিতা গোপালগঞ্জ জেলার সদর থানার চন্দ্রদিঘলীয়া গ্রামের আবু আনসারের মেয়ে। চাকরির সুবাদে আবু আনসার বর্তমান উপজেলার বাগআঁচড়ায় বাসা ভাড়া করে থাকতেন। নিহতের পরিবার জানায়, গত এক সপ্তাহ আগে বাবার কাছে মোবাইল কিনে দেয়ার বায়না ধরে নিশিতা। মোবাইল কিনে দিতে বিলম্ব হওয়ায় এদিন সোমবার বিকালে অভিমান করে সে নিজ ঘরে চলে যায়। এরপর অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে তার মায়ের সন্দেহ হয়, পরে ঘরের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়ের মরদেহ দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, বাগআঁচড়ায় এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
প্রেরক: মহসিন মিলন। বেনাপোল প্রতিনিধি।



Comment / Reply From

You May Also Like