Dark Mode
Thursday, 19 September 2024
Logo
পাঠাও এপস এর প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যা কারীর ৪০ বছর কারাদন্ড

পাঠাও এপস এর প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যা কারীর ৪০ বছর কারাদন্ড

পাঠাও এপস এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ ফাহিম সালেহ কে হত্যার দায়ে তার সহকারী টাইরেস হাসপিলকে ৪০ বছর কারাদন্ড দিয়েছেন যুক্তরাষ্টের আদালত । টাইরেস হাসপিল প্রায় ২ বছর যাবত ফাহিমের কোম্পানী থেকে নিয়মিত টাকা চুরি করতেছে এই ফাহিম জানার পর ফাহিম টাইরেস কে ১ বছর সময় দিয়েছে টাকা ফেরত করার জন্য কিন্তু টাইরেস কোন টাকা ফেরত দেইনি বরং দিন দিন চুরি করে ই যাচ্চে এক পর্যয়ে সে ভয়ে ছিল তার বস বিষয়টা জেনে যাবে বলে । তাই একদিন ফাহিমের কাছ থেকে ৪০০০ হাজার ডলার ক্যাশ নিয়ে ফাহিম কে হত্যা করে বের হয়ে যায টাইসেল পরে আবার বিদ্যুতিক করাত নিয়ে আসলেন ফাহিমের শরীল কেটে টুকরো টুকরো করো দুরে কোথাও ফেলে দেবার জন্য তাকে কাটা শুরু করলে হঠাত করাতে চার্জ ব্যাটারী শেষ হয়ে গেলে টাইসের বাহিরে ব্যাটারী আনতে গেলে ফাহিমের চাচাতো ভাই 

ফাহিম কে দেখার জন্য গেলে সে দেখে তার চাচাতো ভাই ফাহিমের লাশ কয়েকটুকরা হয়ে পড়ে আছে এখান থেকে জানাজানি হয় টাইসের এর হত্যার কথা পরে তাকে পুলিশ এরেষ্ট করে আজকে আদালত তাকে ৪০ বছর কারাদন্ড দিয়েছেন । 



Comment / Reply From

You May Also Like